নবীকে নিয়ে ‘কটূক্তি’ করায় পুলিশের কার্যালয়ের ভেতরেই গণপিটুনির শিকার কিশোর
ইসলামের নবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উৎসব মণ্ডল নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে।
গণপিটুনিতে গুরুতর আহত হওয়া কিশোরের মৃত্যুর খবর শুরুতে প্রচার হলেও, সেনাবাহিনীর মুখপাত্র সংস্থা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সে এখনও জীবিত রয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আহত ব্যক্তির বয়স ২২ বছর, যদিও পুলিশের পক্ষ থেকে আগে তার বয়স ১৫ বছর বলে জানানো হয়েছিল।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিবিসিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম আরও জানান, গুরুতর আহত কিশোরকে সেনাবাহিনী সঙ্গে নিয়ে গেছে, তবে সে বেঁচে আছে কিনা তা তিনি নিশ্চিত নন।
এদিকে, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ঠিক কী লেখা ছিল সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, উৎসব মণ্ডল হিন্দু ধর্মাবলম্বী।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
0 Comments