মোরছালিনের গোলে বাংলাদেশের থিম্পু বিজয়
ভুটানের রাজধানী থিম্পু, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় অবস্থিত, যা নিয়ে বাংলাদেশ দলের মধ্যে কিছুটা শঙ্কা ছিল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দল প্রায় এক সপ্তাহ আগে ভুটানে গেলেও উচ্চতার কারণে জামাল ভূঁইয়া, তপু বর্মণদের খেলায় সমস্যার বিষয়টি শোনা যাচ্ছিল।
আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উচ্চতার প্রভাব বেশ ভোগায় বাংলাদেশ দলকে। তবে কোচ হাভিয়ের কাবরেরার ধন্যবাদ জানানো উচিত ভুটানের গোলকিপার শেরিন ধেনদুপকে। ম্যাচের ৬ মিনিটে রাকিব হোসেনের ক্রস ঠিকমতো ধরতে ব্যর্থ হন ধেনদুপ, আর সেই সুযোগে শেখ মোরছালিন গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। এই একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে, যদিও পুরো সময় বাংলাদেশের খেলোয়াড়দের উচ্চতার কারণে হাঁসফাঁস করতে দেখা গেছে। থিম্পুতে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়।
ম্যাচে বাংলাদেশের সেরা মুহূর্ত ছিল মোরছালিনের ওই গোল। এরপর বাংলাদেশ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। দলের খেলায় স্পষ্টতই কন্ডিশনের অনভ্যস্ততা ফুটে ওঠে। রাকিব, মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা ভুটানের রক্ষণে তেমন কোনো চাপ তৈরি করতে পারেননি। উল্টো, ভুটান বেশ কয়েকবার বলের দখল রেখে আক্রমণে উঠলেও, তাদের ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে সেগুলো কাজে লাগাতে পারেনি।
জামাল ভূঁইয়া আজ শুরু থেকে খেলেননি, তবে দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মাঠে নামেন। দ্বিতীয়ার্ধে শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুলদের নামানোর পর বাংলাদেশ দলের বলের দখল কিছুটা বাড়লেও, খুব বেশি সুযোগ সৃষ্টি হয়নি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে শাহরিয়ার ইমন একটি সুযোগ নষ্ট করেন, আর রাব্বি হোসেনের একটি চমৎকার শট ভুটানের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন। উচ্চতার প্রভাবের কারণে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়দের ক্লান্ত দেখাচ্ছিল।
কোচ কাবরেরা ভুটানের উচ্চতাজনিত সমস্যার কথা বিবেচনা করেই আজকের ম্যাচের কৌশল সাজিয়েছিলেন। ৬ মিনিটে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ ধীরেসুস্থে খেলার প্রবণতা দেখায়, যাতে খেলোয়াড়রা দ্রুত ক্লান্ত হয়ে না পড়ে। শেষ পর্যন্ত এই কৌশলই কার্যকর প্রমাণিত হয় এবং বাংলাদেশ ম্যাচটি জয় করতে সক্ষম হয়।
বাংলাদেশ দল আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
0 Comments